প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’র মেধাসত্ত্ব চুরি এবং ‘শিক্ষক’ ডক্টর রুহুল আমিনের মুখোশ উন্মোচন - প্রমাণ ৪
দুইজনের টিম থেকে একজনকে বাদ?!!
এর পর আসি ন্যাশনাল কলেজিয়েট সফটওয়্যার কন্টেস্টের (NCSC) কথায়। ২০১১ এর সেপ্টেম্বরের ২৯ তারিখ এটি অনুষ্ঠিত হয়। আমরা এর আগেই জবে জয়েন করে ফেলি। কিন্তু আমাদের কন্ট্রিবিউশন অব্যাহত থাকে। সে সময়ে ভার্সিটির শেষ বর্ষের কিছু ছাত্র যুক্ত হয় আমাদের কাজের সাথে। কিন্তু তখনো প্রধান সম্পূর্ণ কন্ট্রিবিউশন শুধুই আমাদের। কিন্তু এটার মধ্যেই আমাদের না জানিয়ে জুনিয়র কিছু ভাইদেরকে দিয়ে প্রজেক্টেটা কন্টেস্টে শোকেস করা হয়। ইমেইলটিতে পার্টিসিপেন্ট লিস্ট পাওয়া যাবে।
এবং এটাচমেন্টের এক্সেল ফাইলের ভিতরে টিম পিপিলিকা এর মেম্বার লিস্ট নিচে দেয়া হল। উল্লেখ্য যে তখনই রুহুল আমিন সজীব উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুজন ইনভেন্টরের একজন; বুরহান উদ্দিন এর নাম টীম থেকে কেটে দেয়। এবং সেজন্য আমাদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এবং বুরহান ভার্সিটির কিছু এলামনাইকে তখনই ইমেইলে সেটা ডিটেইলস জানায়। সেই ইমেইলে ইচ্ছাকৃতভাবে বুরহানকে মানষিক যন্ত্রনা দেয়া, হতাশা ও হীণমণ্য বোধ করতে বাধ্য করার প্রমাণ রয়েছে।