প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’র মেধাসত্ত্ব চুরি এবং ‘শিক্ষক’ ডক্টর রুহুল আমিনের মুখোশ উন্মোচন - প্রমাণ ৩
পিপীলিকা শুরু থেকেই বুরহান ও চিশতির পেট প্রজেক্ট ছিল। নীচে একটি স্ক্রিনশট আছে যাতে দেখা যায় ২০০৯ সালের জানুয়ারিতে তারা সার্চ ইঞ্জিন বানানো সংক্রান্ত তথ্যের জন্য সি এস ই সোসাইটির ইয়াহু গ্রুপে মেইল করেছে। অর্থাৎ তারা তারো আগে থেকেই প্রজেক্টে কাজ করছিল। তাদের পারসোনাল প্রজেক্ট এর নাম ও লোগো তাদের অনুমতি ছাড়া বছরের পর বছর ব্যবহার করে তাদের কন্ট্রিবিউশান অন্য প্রজেক্টের ইনহেটিরেজ এর অংশ মাত্র বলা একটা জোচ্চুরি ছাড়া কিছুই নয়। সাপোর্টিং এভিডেন্স হিসেবে ই-মেইল কনভার্সেশনের কপি দিচ্ছি।
ছবিতে দেখাই যাচ্ছে ওরাকল ব্যবহার করে পিপীলিকার ফুলি ফাংশনাল প্রথম ভার্শন রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের যোগদানের পূর্বেই সম্পূর্ণ রিলিজড অবস্থায় ছিল, যেই সোর্স কোড এখনো আমাদের কাছে বিদ্যমান