প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’র মেধাসত্ত্ব চুরি এবং ‘শিক্ষক’ ডক্টর রুহুল আমিনের মুখোশ উন্মোচন - প্রমাণ ১ঃ
পিপীলিকা বাংলা সার্চ ইঞ্জিনের ডেমোন্সট্রেশন
২০১১ সালের মার্চ মাসে ধারণকৃত একটা ছোট্ট ভিডিও দেয়া হল। এখানে দেখা যাচ্ছে আমাদের (চিশতী ও বুরহানের) CodersNuke ব্যানারে পিপীলিকা বাংলা সার্চ ইঞ্জিনের ডেমোন্সট্রেশনের ভিডিও। এখানে ফুল ফাংশনাল পিপীলিকা সার্চ ইঞ্জিনের ফাংশনালিটি, ইউজার ম্যানুয়াল এমনকি যোগাযোগের পেজও শো করা হচ্ছে; যেখানে ক্লিয়ারলি টিম ডিটেইলস এ আহমেদ চিশতী, বুরহান উদ্দিন এবং রুহুল আমিন সজীবের নাম দেয়া। (১১ মিনিট ৫০ সেকেন্ডের পর থেকে দেখবেন)
ভাগ্যের নির্মম পরিহাস, এই কাজের কৃতিত্ব নিতে আসা শিক্ষক রুহুল আমিন সজীব নিজেই প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’য় আমাদের কনট্রিবিউশন এস্ট্যাবলিশ করে এখানে ভয়েস ওভার দিয়েছেন। আয়রনি… দেখুন ভিডিও সহ
ভিডিও ক্রেডিটঃ আহমেদ চিশতী, বুরহান উদ্দিন
ভয়েস ওভার ক্রেডিটঃ ডঃ রুহুল আমিন সজীব